Connect with us
Latest News

Trending

বয়সের অনুপাতে ভ্যাকসিন প্রদান শুরু হলো বহরমপুর পৌর এলাকার হকারদের

Published

on

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় বহরমপুর পৌরসভা পৌর প্রশাসক জয়ন্ত প্রামাণিক এর উদ্যোগে বহরমপুর পৌর এলাকার তালিকাভুক্ত হকারদের ভ্যাকসিন প্রদান শুরু হলো

দুটি ভাগে বয়সের অনুপাত এ সপ্তাহেই ভ্যাকসিন দেওয়া হবে 18 বছর থেকে 44 বছর এবং 45 এর উর্দ্ধে সপ্তাহে দুদিন করে এই ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানালেন বহরমপুর পৌরসভার পৌর প্রশাসক জয়ন্ত প্রামানিক।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Other

বার্নিং ম্যান

Published

on

By

বার্নিং ম্যান হল পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে বার্ষিক অনুষ্ঠিত সম্প্রদায়, শিল্প, আত্ম-প্রকাশ, এবং স্ব-নির্ভরতার উপর দৃষ্টি নিবদ্ধ একটি অনুষ্ঠান। ইভেন্টের নামটি এর সমাপ্তি অনুষ্ঠান থেকে এসেছে। একটি বড় কাঠের মূর্তিকে প্রতীকীভাবে পোড়ানো, যাকে ম্যান বলা হয়, যা বার্নিং ম্যানের শেষ রাতে ঘটে, যা শ্রম দিবসের আগের শনিবার সন্ধ্যায় ঘটে। ইভেন্টটি 1991 সাল থেকে উত্তর-পশ্চিম নেভাদার ব্ল্যাক রক সিটিতে অবস্থিত, এটি একটি অস্থায়ী শহর যা রেনো থেকে প্রায় 100 মাইল (160 কিমি) উত্তর-উত্তর-পূর্বে ব্ল্যাক রক মরুভূমিতে নির্মিত হয়েছিল। 2004 সালে বার্নিং ম্যান সহ-প্রতিষ্ঠাতা ল্যারি হার্ভে দ্বারা বর্ণিত হিসাবে, ইভেন্টটি দশটি নীতি দ্বারা পরিচালিত হয়, র‌্যাডিক্যাল অন্তর্ভুক্তি, উপহার দেওয়া, ডিকমডিফিকেশন, র‌্যাডিকাল স্ব-নির্ভরতা, র‌্যাডিক্যাল আত্ম-প্রকাশ, সাম্প্রদায়িক প্রচেষ্টা, নাগরিক দায়িত্ব, কোনো চিহ্ন না রেখে, অংশগ্রহণ, এবং তাৎক্ষণিকতা। ইভেন্টটি 22 জুন, 1986 তারিখে সান ফ্রান্সিসকোর বেকার বিচে প্রথম মানুষের নির্মাতা ল্যারি হার্ভে এবং জেরি জেমস দ্বারা আয়োজিত একটি ছোট অনুষ্ঠান হিসাবে উদ্ভূত হয়েছিল। তারপর থেকে এটি বার্ষিকভাবে অনুষ্ঠিত হয়, শ্রম দিবস পর্যন্ত এবং সহ নয় দিন ব্যাপী। ইভেন্টের ইতিহাসে, উপস্থিতি সাধারণত বেড়েছে। 2019 সালে, 78,850 জন ইভেন্টে অংশগ্রহণ করেছিল। 2021 সালে, অনানুষ্ঠানিক ইভেন্টে আনুমানিক 20,000 জন উপস্থিত ছিলেন। এনপিআর বার্নিং ম্যান সম্পর্কে বলেছিল, “একবার বোহেমিয়ান এবং সমস্ত স্ট্রাইপের মুক্ত আত্মার জন্য একটি ভূগর্ভস্থ সমাবেশ হিসাবে বিবেচিত, বার্নিং ম্যান তখন থেকে সামাজিক মিডিয়া প্রভাবশালী, সেলিব্রিটি এবং সিলিকন ভ্যালি অভিজাতদের জন্য একটি গন্তব্যে পরিণত হয়েছে।” বার্নিং ম্যান-এ, অংশগ্রহণকারীরা সমস্ত শিল্প, ক্রিয়াকলাপ এবং ইভেন্টগুলি ডিজাইন এবং নির্মাণ করে। বার্নিং ম্যান-এর শিল্পকর্মের মধ্যে রয়েছে পরীক্ষামূলক এবং ইন্টারেক্টিভ ভাস্কর্য, ভবন, পারফরম্যান্স এবং আর্ট কার, অন্যান্য মিডিয়ার মধ্যে। এই অবদানগুলি একটি থিম দ্বারা অনুপ্রাণিত হয় যা বার্নিং ম্যান প্রকল্প দ্বারা বার্ষিক নির্বাচিত হয়। একজন বেনামী অংশগ্রহণকারী একবার ব্যাখ্যা করেছিলেন যে “বার্নিং ম্যান হল ‘কেন নয়’ অপ্রতিরোধ্য ‘কেন?

অংশগ্রহণ হল সম্প্রদায়ের জন্য একটি মূল নীতি, তাই অনুষ্ঠানে অ-অংশগ্রহণকারী প্রভাবশালী এবং অভিজাতদের সমস্যা নিয়ে সম্প্রদায়ের মধ্যে অনেক বিতর্ক রয়েছে। বার্নিং ম্যান বার্নিং ম্যান প্রজেক্ট দ্বারা সংগঠিত হয়, একটি অলাভজনক সংস্থা যেটি 2013 সালে, ব্ল্যাক রক সিটি এলএলসি, একটি লাভজনক সীমিত দায়বদ্ধতা সংস্থার স্থলাভিষিক্ত হয়৷ ব্ল্যাক রক সিটি এলএলসি 1999 সালে ইভেন্টের আয়োজকদের প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়েছিল এবং এখন এটি অলাভজনক সংস্থার একটি সহায়ক হিসাবে বিবেচিত হয়। বার্নিং ম্যান প্রজেক্ট মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বার্নিং ম্যান নীতি দ্বারা পরিচালিত একাধিক ছোট আঞ্চলিক ঘটনাকে সমর্থন করে। সংস্থাটি ব্ল্যাক রক সিটির প্রয়োজনীয় অবকাঠামো প্রদান করে এবং বার্নার্স উইদাউট বর্ডারস, ব্ল্যাক রক সোলার, এবং গ্লোবাল আর্টস অনুদানের মতো প্রোগ্রামের মাধ্যমে বার্নিং ম্যান সংস্কৃতিকে বিশ্বে নিয়ে আসার জন্য সারা বছর কাজ করে। এবার আসি বার্নিং ম্যান র ইতিহাসের গভীরে । বার্নিং ম্যান গ্রীষ্মের অয়নায়নে একটি বনফায়ার আচার হিসাবে শুরু হয়েছিল। ভাস্কর মেরি গ্রাউবার্গার, ল্যারি হার্ভের বান্ধবী, জ্যানেট লোহরের বন্ধু, 1986 সালের আগে বেশ কয়েক বছর ধরে বেকার বিচে অয়নকালের বনফায়ার সমাবেশের আয়োজন করেছিলেন, যার মধ্যে কিছু হার্ভে অংশগ্রহণ করেছিলেন। গ্রাউবার্গার যখন এটি সংগঠিত করা বন্ধ করে দেন, তখন হার্ভে গ্রাউবার্গারের অনুমতি নিয়ে “মশালটি তুলে নেন” এবং এটি নিয়ে দৌড়ে যান। তিনি এবং জেরি জেমস 1986 সালের 21 জুন বিকেলে প্রথম কাঠের মূর্তিটি তৈরি করেছিলেন, স্ক্র্যাপ কাঠ ব্যবহার করে একত্রে খোঁচা দিয়েছিলেন, যেটি সন্ধ্যার পরে পুড়িয়ে দেওয়া হয়েছিল। 22শে জুন, 1986 সালে ল্যারি হার্ভে, জেরি জেমস এবং কয়েকজন বন্ধু সান ফ্রান্সিসকোর বেকার বিচে দেখা করেন এবং একটি 8 ফুট (2.4 মিটার) লম্বা কাঠের মানুষ এবং একটি ছোট কাঠের কুকুরকে পুড়িয়ে ফেলেন। হার্ভে পরবর্তীতে এই কুশপুত্তলিকা পোড়ানোর জন্য তার অনুপ্রেরণাকে “র্যাডিক্যাল আত্ম-প্রকাশ” এর একটি স্বতঃস্ফূর্ত কাজ হিসেবে বর্ণনা করেন। 1987 সালে, মানুষটি 15 ফুট (4.6 মিটার) লম্বা হয় এবং 1988 সাল নাগাদ এটি 30 ফুট (9.1 মিটার) হয়। 1988 সাল নাগাদ, ল্যারি হার্ভে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালীন অয়নকালের আচারের নামকরণ করেন “বার্নিং ম্যান”, এই ধরনের ঘটনার জন্য ফ্লায়ার শিরোনাম দিয়ে; বেতের খাঁচায় জীবন্ত বলি পোড়ানোর অভ্যাসকে উল্লেখ করে “উইকার ম্যান” এর মতো রেফারেন্স বন্ধ করতে। হার্ভে বলেছেন যে তিনি 1973 সালের কাল্ট ফিল্ম দ্য উইকার ম্যান বহু বছর পরে দেখেননি এবং এটি অ্যাকশনকে অনুপ্রাণিত করেনি।

Continue Reading

Country

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা,কে হলেন পরিবর্ত?

Published

on

By

এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারত। তবে তার মধ্যেই বিরাট ধাক্কা খেল টিম ইন্ডিয়া। হাঁটুর চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার।চোটের জন্যই এবার এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা।

ডান হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি, আর সেই চোটের জন্যই এবার এশিয়া কাপ (Asia Cup) থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা। তাঁর পরিবর্তে জাতীয় সিনিয়র দলের নির্বাচকেরা বেছে নিলেন অক্ষর পটেলকে।

Continue Reading

Daily News

কলকাতার প্রিন্সেপ ঘাটের নামকরন

Published

on

By

প্রিন্সেপ ঘাটে সবাই গেছেন কখনো না কখনো, কলকাতার অন্যতম বেড়ানোর জায়গাও প্রিন্সেপ ঘাট । কিন্তু এই প্রিন্সেপ কিসের জন্য বিখ্যাত, ইনিও সাহেব ছিলেন তিনি ভারতকে ভালবাসতেন এবং ভারতীয়দেরও ভালোবাসাতেন । 20 আগস্ট 1799 সালে জন্ম হয় জেমস প্রিনসেপের । আবার ছিলেন ভারতের এক নীলকর সাহেব নীলকর সাহেব । আবার 20 বয়সে কলকাতায় চলে আসেন প্রিন্সেপ মিন্টে চাকরি করতে । সেখানে তার কাজ ছিল সোনার রূপোর কয়েন টেস্ট করা, ওনার ভারত এবং ভারতীয়দের বিষয় জানার খুব ইচ্ছে ছিল উনি ভালো ম্যাপ বানাতে পারতেন । বেনারসে থাকাকালী শহরের একটা ম্যাপ বানিয়ে ছিলেন তিনি, তিনি ভালো ছবি আঁকতেন ভারতের বিভিন্ন মনুমেন্টের ছবি এঁকেছেন , আর্কিটেকচারে আগ্রহ ছিল তার বেনারসে থাকতে থাকতে একটা মিন্ট চার্চ তৈরি করে ফেললেন এই প্রিন্সেপ । পুরনো দিনের কয়েন কালেকশনে তার ইন্টারেস্ট ছিল, গুপ্ত যুগ, কুষাণ যুগ নানান যুগের কয়েন জমিয়েছিলেন এবং এ বিষয়ে একটি বইও প্রকাশ পেয়েছিল তার কিন্তু জেমস প্রিন্সেপ আর একটা দারুন কাজ করেছিলে, সেই জন্য তাকে সবার মনে রাখা উচিত অশোকের কথা জানেন তো রাজা-অশোক কলিঙ্গের যুদ্ধ করতে গিয়ে অনেকরক্ত দেখে যুদ্ধ ছেড়ে দেয় এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বহু লিপি পাথরের স্তম্ভের লিখেয়েছিলেন নিয়ে কিছু লিখেছেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে, এই ভাষায় তিনি লিপি গুলির লিখেছিলেন সেগুলি ছিল ব্রাহ্মী ভাষা, এই ভাষা প্রথম যিনি পাঠদ্ধার করেন তিনি হলেন জেমস প্রিন্সেপ । এইসব করতে তো অনেক পড়াশোনা করতে হয় এই পড়াশোনা করাই তার কাল্ হয়ে দাঁড়ালো কলকাতায় থাকার সময় মাঝে মাঝেই তাই মাথা ব্যথা করত শরীর খারাপ হত এরপরে তিনি ফিরে গেলেন ইংল্যান্ডে তার বোনের কাছে, আর মাত্র 41 বছর বয়সে 1840 তার মৃত্যু হয়। কলকাতায় উনার নামে একটা ঘাট কেন আছে? এই প্রশ্ন ওঠে, কলকাতায় তার অনুরাগীরাই পয়সা জমিয়ে তার নামে এই মনুমেন্ট করে কিন্তু ঘাট কেন গঙ্গা তো অনেক দূরে যেই সময় এই মনুমেন্ট করা হয়েছিল তখন নদী কাছে ছিল, এখন যেখানে স্ট্যান্ড রোড সেখানে সেই সময় ছিল গঙ্গা আর ঘাটে সিড়িও ওই অব্দি ছিল এইজন্য ওটা ঘাট,

এইসব করতে তো অনেক পড়াশোনা করতে হয় এই পড়াশোনা করাই তার কাল্ হয়ে দাঁড়ালো কলকাতায় থাকার সময় মাঝে মাঝেই তাই মাথা ব্যথা করত শরীর খারাপ হত এরপরে তিনি ফিরে গেলেন ইংল্যান্ডে তার বোনের কাছে, আর মাত্র 41 বছর বয়সে 1840 তার মৃত্যু হয়। কলকাতায় উনার নামে একটা ঘাট কেন আছে? এই প্রশ্ন ওঠে, কলকাতায় তার অনুরাগীরাই পয়সা জমিয়ে তার নামে এই মনুমেন্ট করে কিন্তু ঘাট কেন গঙ্গা তো অনেক দূরে যেই সময় এই মনুমেন্ট করা হয়েছিল তখন নদী কাছে ছিল, এখন যেখানে স্ট্যান্ড রোড সেখানে সেই সময় ছিল গঙ্গা আর ঘাটে সিড়িও ওই অব্দি ছিল এইজন্য ওটা ঘাট, আবার সংখ্যা তাত্ত্বিক লক্ষ্য করে দেখবেন কুড়ি তারিখ ওনার জন্ম কুড়ি বছর বয়সে কলকাতায় আসে 1840 সালে তার মৃত্যু হয়

Continue Reading
Advertisement

Daily News2 years ago

উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল

Daily News2 years ago

ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঐতিহাসিক কর্মীসভা

Daily News2 years ago

আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রে হঠাৎ করেই জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়

Daily News2 years ago

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এক মানসিক ভারসাম্যহীন যুবক ll

Daily News2 years ago

বাড়ির বাইরে খেলা করার সময় স্করপিও’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১১ মাসের এক শিশুর l

Daily News2 years ago

বিয়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোনের,আহত ১৫ জন

Daily News2 years ago

হেরিটেজ সপ্তাহ পালন ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের নিউ প্যালেসে।

Daily News2 years ago

শিশু নির্যাতন বিষয়ে আলোচনা সাংবাদিক সংঘে

Daily News2 years ago

আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের ডোমকলে।

Daily News2 years ago

মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ

Aboard4 years ago

অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বিড়ির পাতা, বড় সমস্যার সম্মুখীনের সম্ভাবনা

Daily News3 years ago

লাভ,সেক্স ওর ধোঁকা!স্ত্রীর মর্যাদা চেয়ে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় অন্তঃসত্ত্বা প্রেমিকা ll

Daily News2 years ago

ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করেই কোটি টাকার মালিক, কন্যাশ্রী প্রকল্পেও চলছে কাটমানি

Daily News3 years ago

ফরাক্কা বল্লালপুরে পণ্যবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মৃত ১,গুরুতর জখম আরও ১

Daily News3 years ago

ফারাক্কার কেদারনাথ ব্রিজের রলার বেয়ারিং ভেঙে বসে যাওয়ায় বন্ধ ভারী যান চলাচল ll

Daily News3 years ago

খুন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার তিন অভিযুক্ত,খুশি মৃতের পরিবার ll

Daily News2 years ago

খুন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ভাই

Daily News3 years ago

নবগ্রামে পলসন্ডায় পথ দুর্ঘটনায় মৃত্যু সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর স্কুলের শিক্ষক ll

Daily News3 years ago

পারিবারিক বিবাদের জেরে এক যুবকের খুনকে ঘিরে চাঞ্চল্য ফরাক্কার শিবনগরে ll

Daily News3 years ago

হরিয়ানা থেকে গ্রেপ্তার ফরাক্কার নাবালিকা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ll

Trending

error: Content is protected !!