Connect with us
Latest News

Skin Care

কোরিয়ান পদ্ধতিতে ত্বকের যত্ন ll

Published

on

ত্বকের যত্নের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি নজর থাকে উজ্জ্বল ও নিখুঁত করে তোলার দিকে। তার জন্য আমরা অনলাইনে বা দোকানে গিয়ে বিভিন্ন পণ্য কিনি এবং সেগুলো ট্রাইও করি। এর পাশাপাশি ঘরোয়া টোটকা আর নানা বিউটি টিপস মেনে চলি। গত কয়েক বছর বিউটি টিপসের মধ্যে কোরিয়ান বিউটি ট্রেন্ড ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি মুহূর্তে আমরা এই কোরিয়ান সৌন্দর্য প্রবণতাকে অর্জন করছি তা বুঝেও উঠতে পারছি না। কারণ এই ট্রেন্ডটি এতটাই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, তাতে এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাছাড়া অনেকেই এই কোরিয়ান বিউটি টিপস মেনে ত্বকের সৌন্দর্যে পার্থক্য লক্ষ্য করেছেন। কোরিয়ান বিউটি মানে যে শুধুই কোরিয়ান বিউটি পণ্য ব্যবহার করা এমনটা নয়। কোরিয়ান বিউটির মধ্যে এমন অনেক ঘরোয়া উপায়ও রয়েছে যা ত্বকের ওপর দুর্দান্ত কাজ করে। কোরিয়ার মহিলাদের মত যদি সুন্দর ত্বক পেতেই হয় তাহলে পণ্যের পাশাপাশি কে-বিউটি ট্রেন্ডের ঘরোয়া পদ্ধতিগুলিও মেনে চলা জরুরি। এর জন্য কী করবেন, চলুন দেখে নেওয়া যাক…

ফার্মে‌ন্টেড রাইস ওয়াটার: চিন এবং কোরিয়াতে, ফার্মে‌ন্টেড রাইস ত্বকের যত্নের রুটিনের অন্যতম প্রধান উপাদান। এটি ক্ষতিগ্রস্থ ত্বক মেরামত করে, সেই সঙ্গে কোলাজেন উৎপাদনকে উৎসাহিত করে। এটি বলিরেখা এবং ত্বকের অন্যান্য সমস্যাও প্রতিরোধ করে। এজন্য জলে চাল সেদ্ধ করে ছেঁকে নিন। এবার এই জল অর্থাৎ ভাতের ফ্যান একটি স্প্রে বোতলে ভরে রাখুন। এটি ২ থেকে ৩ দিনের জন্য রেখে দিন গাঁজনের জন্য। ২ থেকে ৩ দিন পর সকালে এবং সন্ধ্যায় ত্বকের যত্নের রুটিনে এটি ফেস মিস্ট হিসাবে ব্যবহার করুন।

গ্রিন টি-এর ব্যবহার: অ্যান্টি-এজিং, ব্রণ এবং ত্বকের অন্যান্য সমস্যা এড়াতে গ্রিন টি সেরা উপাদান হিসেবে বিবেচিত হয়। কোরিয়ান মহিলারা বিভিন্নভাবে গ্রিন টি ব্যবহার করেন। এতে উপস্থিত ঔষধিগুণ ত্বককে নানাভাবে উপকার করে। এটি ব্যবহার করতে এক কাপ জল গরম করে তাতে গ্রিন টি ফুটিয়ে নিন। এবার এটা ঠান্ডা হতে দিন এবং তারপর মুখ ধোয়ার পর এই জল দিয়ে আবার মুখ ধুয়ে ফেলুন। ব্রেকআউট এবং ফ্রেকেলসের সমস্যা এড়াতে গ্রিন টি দিয়ে দিনে দুবার মুখ ধুয়ে নিন।

তোয়ালের ব্যবহার : কোরিয়ান সুন্দরীরা তোয়ালে ব্যবহার করে ত্বকের মরা চামড়া দূর করতে। এই সহজ ত্বকের যত্নের হ্যাকগুলি পরিষ্কার ত্বকের জন্য সেরা হিসাবে বিবেচিত হয়। এর জন্য একটি নরম তোয়ালে ব্যবহার করুন। প্রথমে তোয়ালেটি গরম জলে ডুবিয়ে ভাল করে নিংড়ে নিন। এবার এটি দিয়ে ত্বককে এক্সফোলিয়েট করুন। এটি মুখের গভীর পরিষ্কারের জন্য একটি কার্যকর পদ্ধতি হিসাবে বিবেচিত হয়।

বাড়িতে তৈরি ফেসপ্যাকের ব্যবহার: ভাত শুধু মরা চামড়াই দূর করে না, ত্বকের বর্ণও উজ্জ্বল করে। এর জন্য আপনি চালের আটা এবং অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। উভয় উপাদানের মিশ্রণ নিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কোরিয়ান মহিলারা এই দুটি উপাদানই প্রচুর পরিমাণে ব্যবহার করেন। আপনি চাইলে এই ফেসপ্যাকে অন্যান্য উপাদানও যোগ করতে পারেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lifestyle

ইম্যুউনিটি বুস্টিং ফুড

Published

on

By

ইমিউনিটি হল শরীরের প্রহরী। এক্ষেত্রে ইমিউনিটি ভালো থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে নেওয়া যায়। এবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারলে অনেক সমস্যারই সমাধান হওয়া সম্ভব। এক্ষেত্রে সাইট্রাস জাতীয় ফল, হলুদ সহ অন্যান্য খাবার ইমিউনিটি বাড়াতে পারে। ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নেওয়াটা খুবই জরুরি এক কাজ। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। আসলে আমাদের পরিবেশের চারিদিকে জীবাণুর বাস। তবে এরপরও আমাদের রোগ হয় না সবসময়। এবার এই রোগ না হওয়ার কারণ অবশ্যই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আসলে কোনও জীবাণু শরীরে আক্রমণ চালালে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রথমে নিজের কাজটি করে। এক্ষেত্রে ওই জীবাণুর বিরুদ্ধে নিজের মতো করে লড়াই শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা। এবার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে জীবাণুর বিরুদ্ধে সহজে জিতে যায় শরীর। এবার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে আপনার শরীর খারাপ হয়ে যায়। তাই প্রতিটি মানুষকে অবশ্যই ইমিউনিটি বাড়ানোর কাজে জোর দিতে হবে। এবার বিশেষজ্ঞরা বলছেন যে এই ইমিউনিটি (Immunity) বেশি থাকার অনেক কারণ থাকতে পারে। এক্ষেত্রে ডায়েটের ভূমিকাও রয়েছে অনেকটাই। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই সময়টায় সতর্ক হয়ে যেতে হবে। তবেই সমস্যার করা যেতে পারে সমাধান। এক্ষেত্রে ইমিউনিটি বাড়াতে চাইলে এই কয়েকটি খাবার রাখুন খাবারের তালিকায় (Food to Boost Immunity)। আসুন জানা যাক-

১) হলুদ: হলুদ পারে আপনার সমস্যা দূর করতে। কারণ হলুদের মধ্যে থাকে কারকিউমিন নামক একটি পদার্থ। এই পদার্থ পারে ইমিউনিটি বাড়াতে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়গুলি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে।

২) সাইট্রাস ফল: আসলে এতদিনে নিশ্চয়ই সকলেই জেনে গিয়েছেন যে সাইট্রাস জাতীয় ফল আপনার শরীর ভালো রাখতে পারে। এক্ষেত্রে সাইট্রাস ফল নিয়মিত খেতে শুরু করলে বাড়ে ইমিউনিটি। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই দিকটি নজরে রাখতে হবে। এক্ষেত্রে লেবু, আমলকী ইত্যাদি ফলে ভালো পরিমাণে সাইট্রাস রয়েছে।

৩) আদা: আদা আপনার শরীর ভালো রাখার কাজে দারুণ কার্যকরী। আসলে আদার মধ্যে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিবায়োটিক উপাদান। এই কারণে আদা কিন্তু ইমিউনিটি বাড়াতে পারে। তাই আদা রাখুন আপনার খাদ্য তালিকায়।

৪) Dry Fruits: বিভিন্ন ড্রাই ফ্রুটসে রয়েছে ভালো পরিমাণে খনিজ ও ভিটামিন। এবার নিয়মিত এই খাবার খেতে শুরু করলে শরীরে সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। এক্ষেত্রে এই খাবার খান।

Continue Reading

Lifestyle

লিপস্টিকে লুকিয়ে ক্যান্সার

Published

on

By

নিজেকে সুন্দর করে সাজাতে আমরা কে না ভালোবাসি? আর তার জন্য আমরা বাজার চলতি সবরকম প্রসাধনীই ব্যবহার করে থাকি। আর এই সব রকম প্রসাধনীর মধ্যে লিপস্টিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসাধনী। যেটা ছাড়া আমরা নারীরা একেবারেই বেরঙিন । কিন্তু লিপস্টিকে  ঘনিয়ে ক্যান্সার। কিন্তু কেন? লিপস্টিক তৈরি যে সকল ইনগ্ৰেডিয়েন্স থাকে সেগুলোর মধ্যে কয়েকটি ইনগ্ৰেডিয়েন্স অত্যন্ত বিপদজনক। একটি লিপস্টিক তৈরিতে লাগে সিসা ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। আর যেগুলো কম দামি লিপস্টিক সেগুলি বেশিক্ষণ স্টে করার জন্য লেড, বিসমার্ক , ক্রোমিয়াম বেশি পরিমাণে দেয়া হয় যা দীর্ঘদিন ব্যবহারের ফলে ঠোঁটের ন্যাচারাল মশ্চারাইজার চলে যায়, ডিপ pigmentation চলে আসে এবং ঠোঁট বিবর্ণ দেখায় । সাধারণত করোনা কালে মাস্কে যাতে লিপস্টিক না লেগে যায় তার জন্য এই পরিমাণ গুলো বেশি পরিমাণে দেয়া হয়। এর ফলে খাবারের সাথে সাথে এগুলি পেটে গিয়ে পাকস্থলী ক্যান্সার, ঠোঁটের ত্বকের ক্যান্সার মুখের ভেতরের ক্যান্সার হবার প্রবণতা বেশি থাকে । সাথে কোনো কোনো লিপস্টিকে লেদ থাকে এটি একটি নিউরোটক্সিন হরমোন যার থেকে নার্ভের সমস্যাও দেখা দেয়। এবং লিপস্টিক এ বিসমার্ক থাকার কারণে শরীরে বন্ধ্যাত্ব পর্যন্ত ও ঘটতে পারে আর। আর এই ধরনের লিপস্টিকে অনেক ক্ষেত্রে গর্ভাবস্থায় ব্যবহার করার ফলে শিশুর ও ক্ষতি হয়।

কি করনীয়?

সাজগোজ করতে হবে সাথে লিপস্টিকের ব্যবহারও কমালে চলবে না । তাই কম দামি কোন লিপস্টিক ব্যবহার না করাই শ্রেয় । কারণ কম দামেঊ লিপস্টিক গুলোতে গাড়ো রং আনতে লেড বিসমার্ক এর পরিমাণ বেশি মাত্রায় দেয়। সাধারণত ভালো কোম্পানির ক্রুয়েলটি ফ্রি, প্যারাবন ফ্রী লিপস্টিক ব্যবহার করা উচিত । যাতে কেমিক্যাল এর পরিমাণ কম থাকে এবং প্রাকৃতিক উপাদান বেশি থাকে ফলের সাজগোজ ব্যালেন্স থাকবে। সাথে লিপস্টিক ব্যবহারের সময় একটা কথা মাথায় রাখা জরুরি যে ডিরেক্ট লিপস্টিক না ব্যবহার করাই শ্রেয় সে ক্ষেত্রে ভালো মানের লিপবাম ইউজ করে লিপস্টিক ব্যবহার করলে সরাসরি ঠোঁটের ত্বকের ক্ষতি হবার থেকে মুক্তি পাওয়া যায়।

Continue Reading

Lifestyle

আয়ু বাড়ানোর উপায়

Published

on

By

নিয়মিত শরীরচর্চা মানুষকে দীর্ঘজীবী করে, স্বাস্থ্যকর জীবন গড়ে তুলতে সহায়তা করে।

হার্ভার্ড হেল্থ পাবলিশিং’য়ের মতে, যাদের ওজন মাত্রাতিরিক্ত তারা যদি শারীরিক পরিশ্রম বাড়ায় তাহলে তাদের গড় আয়ু বাড়তে পারে প্রায় চার বছর।

তবে এজন্য নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ওজনকে একটা স্বাস্থ্যকর পর্যায়ে নামিয়ে আনতে হবে। আর সেখানেই ধরে রাখতে হবে।

বিরতি দিয়ে দৌড়ানো:

যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত শরীরচর্চা প্রশিক্ষণ সেবাদাতা প্রতিষ্ঠান ‘ফিট’য়ের প্রশিক্ষক গ্যারি জিনেটি বলেন, “কার্ডিও’ ব্যায়ামের একাধিক উপকারিতা একসঙ্গে নেওয়ার দারুন একটি উপায় হল ‘ইন্টারভেল রানিং’ বা বিরতি দিয়ে দৌঁড়ানো। অল্প সময়ে এই ব্যায়াম শেষ করে ফেলা যায় আর সারাদিন ক্যালরি খরচ হতে থাকে।”

ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “ব্যায়াম শুরু করার আগে শরীর গরম করে নিতে হবে ১০ মিনিট হালকা জগিং করে। এরপর ২০ সেকেন্ড দৌঁড়াবেন আর ৪০ সেকেন্ড জগিং। এভাবে মোট ছয়বার করতে হবে।”

ধীরে ধীরে যদি শরীর নিতে পারে তবে তীব্রতা বাড়াতে হবে। যেমন- ৩০ সেকেন্ড দৌড়, ৩০ জগিং কিংবা চড়াই রাস্তায় ব্যায়ামটি করা। এই ব্যায়ামের মাধ্যমে হৃদসম্পন্দ বাড়বে এবং পুরো শরীরে অক্সিজেন পৌঁছাবে।

সাইকেল চালানো:

সাইকেল চালানো হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী একটা ব্যায়াম। দৌড়ানো তুলনায় সাইকেল চালানোতে হাঁটুর ওপর চাপ কম পড়ে। ফলে ব্যায়াম করতে গিয়ে আহত হওয়া সম্ভাবনা কম।

জিনেটি বলেন, “বিরতি দিয়ে দৌড়ানোর মতো সাইকেলও বিরতি দিয়ে চালানো যেতে পারে। ঘরের ভেতরেই ‘স্টেশনারি বাইক’য়ে বিরতি দিয়ে সাইকেল চালানোর অনুশীলন করা যাবে। এখানেও শুরুতে ১০ মিনিট ‘ওয়ার্ম আপ’ করে নিতে হবে।”

‘স্টেশনারি বাইক’য়ের ‘রেজিস্ট্যান্স’ কম বেশি করে বিরতি দিয়ে চালানোর কাজটি করতে হবে। ২০ সেকেন্ড বেশি ‘রেজিস্ট্যান্স’ দিয়ে চালাতে হবে, পরে ৪০ সেকেন্ড কম ‘রেজিস্ট্যান্স’য়ে চালাতে হবে। মোট ছয়বার।

সাঁতার:

জিনেটি বলেন, “সাঁতার কাটা কোনো হাড়ের জোড়ে চাপ ফেলে না বরং তাদের উপকার করে।”

বিভিন্নভাবে সাঁতার কাটা যায়, আর প্রতিটি ধরনে আলাদা আলাদা পেশি ব্যবহার হয়। ফলে এই একটি ব্যায়াম দিয়ে পুরো শরীরকে খাটিয়ে নেওয়া যাবে।

শুরুটা অবশ্যই মৃদু মাত্রায় হবে। যেভাবে সাঁতার কাটতে সবচাইতে সাচ্ছন্দ্য বোধ হয় সেটা দিয়েই শুরু করতে হবে।

সময়ের সঙ্গে মানিয়ে ওঠা শুরু হলে অন্যভাবে সাঁতার কাটার অনুশীলন করতে হবে।

হাইকিং:

“ঘরের ভেতরে ব্যায়াম করা একসময় একঘেঁয়ে হয়ে উঠবে। তাই ব্যায়াম আর প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি যদি একসঙ্গে হয় তবে তো সোনায় সোহাগা। আর সেটাই হলো ‘হাইকিং’।

“শুরু করতে হবে সমান রাস্তা থেকে। আধা ঘণ্টা নূন্যতম। শরীরে সইলে পাহাড়ি বা উঁচুনিচু পথ ও আরও সময় নিয়ে হাইকিং করার লক্ষ্য নিতে হবে,” বলেন জিনেটি।

তিনি আরও বলেন, “কার্ডিও’ ব্যায়ামগুলোর পেছনে দিনে সবমিলিয়ে ৩০ থেকে ৪৫ মিনিট সময় দিতে হবে। শরীর কতটুকু সামলাতে পারছে তা বোঝার দারুণ উপায় হল ব্যায়ামের পর কথা বলা। যদি ছোট বাক্য বলে শেষ করতে পারেন তার মানে শরীর ব্যায়ামের চাপ সামাল দিতে পারছে।

Continue Reading
Advertisement

Daily News2 years ago

উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল

Daily News2 years ago

ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঐতিহাসিক কর্মীসভা

Daily News2 years ago

আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রে হঠাৎ করেই জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়

Daily News2 years ago

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এক মানসিক ভারসাম্যহীন যুবক ll

Daily News2 years ago

বাড়ির বাইরে খেলা করার সময় স্করপিও’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১১ মাসের এক শিশুর l

Daily News2 years ago

বিয়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোনের,আহত ১৫ জন

Daily News2 years ago

হেরিটেজ সপ্তাহ পালন ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের নিউ প্যালেসে।

Daily News2 years ago

শিশু নির্যাতন বিষয়ে আলোচনা সাংবাদিক সংঘে

Daily News2 years ago

আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের ডোমকলে।

Daily News2 years ago

মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ

Aboard4 years ago

অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বিড়ির পাতা, বড় সমস্যার সম্মুখীনের সম্ভাবনা

Daily News3 years ago

লাভ,সেক্স ওর ধোঁকা!স্ত্রীর মর্যাদা চেয়ে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় অন্তঃসত্ত্বা প্রেমিকা ll

Daily News2 years ago

ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করেই কোটি টাকার মালিক, কন্যাশ্রী প্রকল্পেও চলছে কাটমানি

Daily News3 years ago

ফরাক্কা বল্লালপুরে পণ্যবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মৃত ১,গুরুতর জখম আরও ১

Daily News3 years ago

ফারাক্কার কেদারনাথ ব্রিজের রলার বেয়ারিং ভেঙে বসে যাওয়ায় বন্ধ ভারী যান চলাচল ll

Daily News3 years ago

খুন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার তিন অভিযুক্ত,খুশি মৃতের পরিবার ll

Daily News2 years ago

খুন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ভাই

Daily News3 years ago

নবগ্রামে পলসন্ডায় পথ দুর্ঘটনায় মৃত্যু সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর স্কুলের শিক্ষক ll

Daily News3 years ago

পারিবারিক বিবাদের জেরে এক যুবকের খুনকে ঘিরে চাঞ্চল্য ফরাক্কার শিবনগরে ll

Daily News3 years ago

হরিয়ানা থেকে গ্রেপ্তার ফরাক্কার নাবালিকা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ll

Trending

error: Content is protected !!