মালদা;১৪ফেব্রুয়ারি: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটায় একটি নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসার নামে মাদকাসক্ত যুবকদের মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের মুখে নেশাগ্রস্ত যুবকদের চিৎকারের আওয়াজ ঢাকতে জোরে জোরে ডিজে বাজানো হতো ওই নেশা মুক্তি কেন্দ্রে। দেওয়া হতো না পর্যাপ্ত ওষুধ। ওষুধ চাইলেই বেধড়ক মার অশ্লীল গালিগালাজ দেওয়া হতো মাদকাসক্তদের। প্রথমে বিনামূল্যে গরিব ঘরের মাদকাসক্ত যুবকদের চিকিৎসা করার প্রলোভন দেখিয়ে টেনে আনা হতো এই নেশা মুক্তি কেন্দ্রে। তারপরে রোগীদের আটকে রেখে পরিবারগুলিকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা হতো। সারাদিন রোগীদের শুকনো মুড়ি জল খাইয়ে রাখা হতো। কোন রোগী প্রতিবাদ করলে তাদের দিয়ে নোংরা হয়ে থাকা শৌচালয় বাথরুম পর্যন্ত খালি হাতে পরিষ্কার করানো হতো। মাদকাসক্ত যুবকদের মারার জন্য রাখা হয়েছিল বিশেষ ধরনের লাঠি।
এমনটাই গুরুতর অভিযোগ উঠে এসেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় গড়ে ওঠা এক নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে প্রকাশ্য দিবালোকে এই ধরনের কাজ নেশা মুক্তি কেন্দ্র দিনের-পর-দিন ঘটে চলেছে। এমনকি গতকাল রবিবার এই নেশা মুক্তি কেন্দ্রের কর্মচারীদের বেধড়ক মারধরের মুখে পড়ে হরিশ্চন্দ্রপুরের এক মাদকাসক্ত যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দা এবং স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। ওই যুবকের নাম শওকত আলী (৩২)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সদলিচক গ্রাম পঞ্চায়েতের তালগ্রাম হাটের পশ্চিম পাড়ায়। এমনকি ওই মাদকাসক্ত যুবকের দেহ লোপাট করার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের বিরুদ্ধে। ওই কেন্দ্রে গতকাল যুবকটির মৃত্যু হলে তাকে তড়িঘড়ি হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কে ডাকা হয়েছিল মৃতদেহ পরীক্ষার জন্য। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ পরীক্ষা করার আগেই ওই ব্যক্তির দেহ গাড়িতে করে নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল তুলসিহাটায় তদন্ত করতে গেলে মৃত দেহ লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। এমনকি তড়িঘড়ি করে মৃতদেহ পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হয়। মৃত ব্যক্তির পরিবারকে হুমকি দেওয়া হয় প্রকাশ্যে মুখ না খুলতে। মৃত ব্যক্তির পরিবারের লোক দেরি না করে মৃতদেহ কবরস্থ করে দেয়। এমনকি নেশা মুক্তি কেন্দ্রের কর্মকর্তাদের চাপে ওই মৃত ব্যক্তির পরিবার পুলিশেও অভিযোগ জানায়নি। এমনকি ওই মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্ত করা হয়নি। এই ঘটনা নিয়ে ওই নেশা মুক্তি কেন্দ্র কর্ণধারের একটি অডিও রেকর্ডিং ভাইরাল হয়েছে। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। গোটা ঘটনায় পুলিশ প্রশাসন কেন নিশ্চুপ রয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দা এবং রাজনৈতিক দলের নেতারা।
স্থানীয় সূত্রে জানা যায় তুলসিহাটা অঞ্চলে এলাকাতেই রমরম করে চলছে ওই নেশা মুক্তি কেন্দ্র। এর মালিকের নাম অভিষেক মুরারকা। তিনি স্থানীয় ব্যবসায়ী বলে পরিচিত। ওই নেশা মুক্তি কেন্দ্র নামে একাধিক অভিযোগ রয়েছে। ওই মুক্তি কেন্দ্র থেকে ছাড়া প্রাপ্ত এলাকারই কয়েকজন রোগী জানিয়েছে চিকিৎসার নামে নির্যাতন করা হয় ওখানে। রোগীদের চিৎকার ঢাকার জন্য চালানো হয় জোরে জোরে গান। নেশা ছাড়ানোর জন্য কোন ওষুধ দেওয়া হয় না। প্রতিবাদ করলে বেঁধে রাখা হয় চলে বেল্ট বিশেষ ধরনের লাঠি দিয়ে মারধর। সারাদিনে পর্যাপ্ত পরিমাণ খাবার জোটে না রোগীদের। এমনকি বিনামূল্যে চিকিৎসা হবে এই প্রলোভন দেখিয়ে এলাকার প্রচুর গরীব মানুষদের সর্বশান্ত করে দিয়েছে ওই নেশা মুক্তি কেন্দ্র। গতকাল এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ওই নেশা মুক্তি কেন্দ্র। কেন্দ্রে কর্মচারীদের মারের চোটে নেশাগ্রস্ত যুবক ঘটনাস্থলেই মারা গিয়েছে এর পরেই শুরু হয়েছে এলাকা জুড়ে বিতর্ক। এলাকার বাসিন্দাদের অভিযোগ ওই যুবকের দেহ লোপাট করার চেষ্টা করা হয়েছে। পুলিশের চোখে ধুলো দিয়ে শেষকৃত্য করে দেওয়া হয়েছে ওই যুবকের। স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল-বিজেপি সহ একাধিক দলের রাজনৈতিক নেতাদের দাবি অবিলম্বে ওই নেশা মুক্তি কেন্দ্র বন্ধ করা হোক এবং ওই ব্যক্তির মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হোক তাহলেই প্রকৃত সত্য সামনে আসবে। কেমন করে এই ধরনের বেআইনি কাজ প্রকাশ্য দিবালোকে চলছে এই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন এলাকার বুদ্ধিজীবী সম্প্রদায়।
এ প্রসঙ্গে চাঁচল মহাকুমার স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত বিশ্বাস জানিয়েছেন এখনো এই বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনার কথা শুনেছি। ঘটনায় পুলিশ সমস্ত খতিয়ে দেখছে বলে জানি। আমি ব্লক স্বাস্থ্য আধিকারিক কে এ ব্যাপারে তদন্ত করে দেখতে বলবো। অভিযোগ পেলে অতি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলকাতা: বিশ্বজিৎ সাহা, কলকাতা: উষ্ণ সরস্বতী পুজো দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কার্যত শীত উধাও। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। জানুয়ারি মাসে আর ফিরছে না শীতের আমেজ। আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। সরস্বতী পুজোর সময়ই কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। কলকাতা ও তার আশপাশের এলাকার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গেসঙ্গে পরিষ্কার হবে আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গে আরও ২৪ ঘণ্টা একই রকম তাপমাত্রা থাকলেও তারপর থেকে কিছুটা তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী কয়েক দিনে।
অর্থাৎ স্বাভাবিকের উপরে উঠবে উত্তরবঙ্গের তাপমাত্রাও। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা সম্ভাবনা। সপ্তাহের শেষ দিকে পার্বত্য এলাকার আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় এবং সিকিমে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে হালকা কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশ। দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার দাপট উত্তর-পশ্চিম ভারতে চলছে। এই পশ্চিমী ঝঞ্ঝায় আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ ধীরগতিতে পূর্ব ভারতের দিকে এগোবে। এর পিছনেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। আগামী ২৭ জানুয়ারি শুক্রবার সেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে।
ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে জলঙ্গির কাঁটাবাড়ি অঞ্চলে, জলঙ্গি বিধানসভার তৃণমূল তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের ডাকে ঐতিহাসিক কর্মীসভা। আজকের এই কর্মী সভা থেকে তৃণমূল নেতৃত্বদের সাধারণ মানুষের থাকার কথা বলেন বিধায়ক আব্দুর রাজ্জাক । এবং সুবিধাবাদী নেতৃত্বদের ঝেঁটিয়ে বিদায় করার কথা বলেন বলেন তিনি। এদিনের এই সভা থেকে তিনি সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেন ।
পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথে বুথে সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করতে নির্দেশ দেন তিনি। আজকের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জলঙ্গি উত্তর ব্লক সহ সভাপতি গৌতম প্রামাণিক, যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন কাঁটাবাড়ি বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এছাড়াও দলের সংগঠন নিয়েও আলোচনা হয়। আজকের এই সভায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এর ভিড় ছিল চোখে পড়ার মতো।
সুতি: সুতি থানার আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রের উপর হঠাৎ করেই বিজ্রের জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়, তড়িঘড়ি ছুটে আসে NH কতৃপক্ষ, শুরু হয় রিপেয়ারিং এর কাজ, যদিও যান চলাচল সচল রাখতে খোলা রয়েছে আপর লেন, পর পর ৩ দিন চলবে বিজ্র রক্ষণাবেক্ষণের কাজ,
ফলে বন্ধ করে দেওয়া হবে পুরোপুরি ভাবে একটি লেন, সকাল থেকেই রয়েছে ৩৪ নং জাতীয় সড়ক দায়িত্বে থাকা একাধিক কর্মীরা,, রয়েছে পুলিশ প্রশাসন,