Connect with us
Latest News

Entertainment

যতদিন পৃথিবীতে সূর্য চন্দ্র থাকবে, যতদিন মানুষের অস্তিত্ব থাকবে, ততদিন কুইন অফ মেলোডি আমাদের মনে বিরাজ করবে ll

Published

on

প্রতিদিন সূর্য ওঠে আবার প্রাকৃতিক নিয়মে অস্ত ও যায়। এই সূর্য উদয় হওয়া থেকে পরের দিন আবার উদয় হওয়া পর্যন্ত যা কিছু ঘটে তার বেশির ভাগটাই নির্ধারিত। যার উপর আমাদের কোনো হাত থাকে না। তার মধ্যে একটি হলো জন্ম এবং আর একটি মৃত্যু। দিনের পর দিন আসে। আজ তেমনই একটা দিন যেদিন ঈশ্বর রুপী একজন মহান সুর সম্রাজ্ঞী প্রয়াত হয়েছেন । তাঁর নামের পাশে যাই লেখা হোক না কেন, যতটাই লেখা হোক না কেন , ততটাই কম পড়বে। কম পড়বে তাকে যে নামেই সম্মান জানানো হোক না কেন। কথায় বলে বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে বাগদেবী সরস্বতী নামে অভিহিত করা হয়। তার সুর কন্ঠে নাকি সরস্বতী স্বয়ং বিরাজমান। আজ হয়তো সত্যি প্রমাণ হলো । কাল বাগদেবী সরস্বতীর বন্দনা ছিল। আজ বিসর্জন। সরস্বতী মায়ের বিসর্জন সাথে বিশিষ্ট সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকার নিরুদ্দেশের উদ্দেশ্যে পাড়ি দিলেন। কোথায় যেন একটা ছন্দ পতন ঘটল। সারা জীবন ধরেই উনি সঙ্গীত চর্চা নিয়ে জীবন কাটিয়েছেন। খুব ছোটবেলা থেকেই উনি এই জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রকৃতপক্ষে গান ছিল ওনার জীবন। 1829 সালের 28 শে সেপ্টেম্বর তারিখে তিনি মধ্যপ্রদেশের ইন্দোর এ জন্মগ্রহণ করেন। তাঁর প্রথম গান রেকর্ড হয় পাঁচ বছর বয়সেই । সেই থেকেই পথ চলা শুরু। পথ চলতে চলতে কখনো আর তাঁকে পেছনে তাকাতে হয়নি। বড়ো হবার পর 1945 সালে তাঁর প্রথম গান হলেও 1948 সালে তাঁর গাওয়া গান সারা ফেলে দেয় ভারত বর্ষ জুড়ে। তবে সারা জীবন ধরে তিনি একাই জীবন কাটান এবং পরিবারের বড়ো মেয়ে হবার দরুণ সমস্ত দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সাথে নম্বর ও। ওনাকে দেখলেই প্রত্যেকের ওনার প্রতি শ্রদ্ধায় মাথা নত করতে ভালো লাগত। গত কয়েক বছর ধরেই তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন আর এর জন্য তিনি বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি ছিলেন। কিন্তু আর শেষ রক্ষা হলো না এরপর ঘনিয়ে এলো সেদিন। যেদিন তিনি কোভিড আক্রান্ত হলেন এবং হাসপাতালেও ভর্তি হন। তারপর আজ , 6 ফেব্রুয়ারি। দুপুর বারোটার সময় তিনি 92 বছর বয়সে পরলোক গমন করেন । চলে গেলেন নিরুদ্দেশের উদ্দেশ্যে।

শিল্পীদের মৃত্যু হয় না শুধুমাত্র জীবনধারা সমাপ্তি ঘটে। এরকম একজন মহান সঙ্গীত আরোহী সম্পর্কে বা তার কার্যকলাপ সম্পর্কে যাই লিখব কম পড়ে যাবে। ইতিহাসখ্যাত কার্যকলাপ তাঁর। এরকম সুর এরকম কণ্ঠ সাথে মানুষ হিসেবে এতোটা পারফেক্ট খুব কম দেখা যায়। এক কথায় একেবারেই তিনি ব্যতিক্রমী সংগীত আরোহী। তিনি গান গেয়ে যে প্রতিভার পরিচয় দিয়েছেন সাথে আমাদেরকে গানের মাধ্যমে বিশেষ উপহার দিয়েছেন তা কল্পনার অতীত। প্রায় 13 হাজারের বেশি গান তিনি রেকর্ড করেন। এমনই একজন সঙ্গীত আরোহী তথা সুর সম্রাজ্ঞীর গান শুনলে মনে হয় যেন আমরা সত্যিই গানের মধ্যে হারিয়ে গেছি । এইসব কারণে তাকে কুইন অফ মেলোডি, ভয়েস অফ নেশনস, কুইন অফ মিলেনিয়াম আখ্যা দেওয়া হয়। শুধু তাই নয় তিনি পদ্মভূষণ, থেকে দাদাসাহেব ফালকে, রাজীব গান্ধী অ্যাওয়াড সাথে ভারতরত্ন সন্মান পান। তবে সত্যিই এরকম একজন সঙ্গীত আরোহীর আজ মৃত্যু হয়নি। কারণ উনি প্রতিমুহূর্তে ওনার গানের মাধ্যমে বেঁচে আছেন প্রতিটা মানুষের মনে এবং থাকবেন। যতদিন পৃথিবীতে সূর্য-চন্দ্র থাকবে যতদিন মানুষের অস্তিত্ব থাকবে। ঠিক ততদিন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Country

কিষানগড়ের আদিবাসী অঞ্চলের মানুষের জলের সমস্যা তুলে ধরেই তৈরী হচ্ছে সিনেমা

Published

on

By

জলসংকট ও জলের গুরুত্বের ওপর তৈরী বুন্দে ব্লু ডায়মন্ড সিনেমার শুটিং শুরু হয়েছে কিষানগড়ের আদিবাসী অঞ্চলে। আর এই সিনেমার শুটিং দেখতে কাতারে কাতারে গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন শুটিং স্পটে। ডাইরেক্টর জেনি এবং দীপায়নের নির্দেশনায় কিষানগড়ের পূর্বা এবং রায়পুরা গ্রামে এই সিনেমার শুটিং চলছে। এই সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছেন বুন্দেলখন্ডের জনপ্রিয় শিল্পী গোবিন্দ নামদেব। তাছাড়াও ওনার সাথে রোহিত চৌধুরী, সমীক্ষা ভাটনাগর, বিদিতা বেগ প্রমুখ শিল্পী এই সিনেমায় অভিনয় করেছেন।তবে কিছু স্থানীয় যুবকরাও এই সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছেন।

এই সিনেমায় দেখানো হচ্ছে কিষানগড়ের আদিবাসী অঞ্চলের পাঠারি ক্ষেত্রে প্রতি বছর জলসংকটের পরিস্থিতি কিভাবে বেড়েই চলেছে। এলাকাবাসীর সচেতনতার অভাবে পরিবেশ রক্ষার সাথে সাথে বৃষ্টির জল ধরে রাখার চেষ্টাও করতে পারছেন না, যার ফলে দিনের পর দিন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সিনেমার ডাইরেক্টর জেনি জানিয়েছেন এই সিনেমার মাধ্যমে আদিবাসী অঞ্চলের মানুষজনের জলের সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরা হবে। সিনেমার শুটিংয়ের দিন গুলিতে উৎসাহিত মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো।

Continue Reading

Daily News

টলিউড অভিনেত্রীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য, মিলল ঝুলন্ত মৃতদেহ ll

Published

on

By

কলকাতা: টলিউড সিরিয়াল অভিনেত্রী পল্লবী দে কে দক্ষিণ কলকাতায় তার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বিখ্যাত অভিনেত্রী পল্লবী দে কলকাতার একটি আবাসিক ভবনের 2য় তলায় একটি অ্যাপার্টমেন্টের ভিতরে বিছানার ওপরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গড়ফা থানার অন্তর্গত কলকাতার রায় লেন এলাকায় । দাবি অনুসারে তার বয়ফ্রেন্ড প্রথমে তার ঝুলন্ত দেহ লক্ষ্য করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া বজায় রাখার জন্য এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রের দাবি, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গত ২৪ এপ্রিল গাঙ্গুলীপুকুর এলাকায় এই ফ্ল্যাটটি ভাড়া নেন পল্লবী দে। তিনি সাগ্নিক চক্রবর্তী নামে তার প্রেমিকের সঙ্গে থাকতেন। অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এমআর বাঙ্গুর হাসপাতালে পোস্টমর্টেম করা হচ্ছে।

 

 

Continue Reading

Entertainment

উত্তম কুমারের জন্ম তিথিতে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য ll

Published

on

By

এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল যারা এই মুখ দেখা পছন্দ করেন না। তাঁর জন্য প্রশংসা থেকে আবেগঘন শব্দ এবং চোখের জল ফেলে প্রায় সকল মানুষ এখনো। তাঁর হাসিতে তিনি আজও মঞ্চ মুগ্ধ করেন দেশ-বিদেশের অগুন্তী মানুষকে। সেই জায়গাটা আজও অসম্পূর্ণ। আজও তাঁর বিষয়ে কথা শুরু হলে শেষ করতে হয় জোর করে। তিনি আর কেউ নন আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমার। তার নামের আগে সকল বিশেষণই হয়তো কম পড়ে যায়। তাই তিনি সকলের জীবনের উত্তম। সেই বিশিষ্ট অভিনেতা মহানায়ক উত্তম কুমারের আজ জন্ম দিবস। জন্মদিনটা সকলের কাছেই একটি বিশিষ্ট । আজ তিনি বেঁচে থাকলে 94 বছরে পা দিতেন।। কতগুলো বছর কেটে গেছে তিনি আর আমাদের মধ্যে নেই। কিন্তু নেই বলে সেই অসম্পূর্ণ জায়গাটি পরিপূর্ণ হবার কোন বালাই নেই। বলা বাহুল্য, সেই অসম্পূর্ণতা কোন কিছুর বিনিময়েই পরিপূর্ণ হবার নয় । সে হাসি, সেই তাকানো, সে অভিনয়, আজ প্রতিটা দর্শকের হৃদয়ে মর্মস্পর্শী । প্রতিটা মানুষের কাছেই খুব প্রিয় উত্তম। উত্তম কুমারের অভিব্যক্তিতে এটা পরিস্কার ছিল যে তিনি সাধারণ মানুষের ঘরের ছেলে ছিলেন । তাই দর্শকরা খুব সহজেই তাঁর সাথে যোগসুত্র স্থাপন করতে পারত।

মহানায়ক উত্তম কুমার কে বলা কোনো কথাই তার জন্য শেষ হবার নয় । ব্যাখ্যা করলে দিন গড়িয়ে রাত নামলো তার অন্ত নেই। তাই আজও সকলের মুখে মুখে তার গাওয়া গানগুলো অত্যন্ত সজীব। সহজেই তিনি প্রতিটা সিনেমাতে নতুন নতুন রূপে নতুন ইঙ্গিত নিয়ে নতুন প্রতিভার জন্ম দিয়েছেন। তাঁর হাত দিয়েই শিল্পীদের জন্ম । নষ্টনীড় , সাড়ে চুয়াত্তর, সপ্তপদী, মৌচাক, শাপমোচন, হারানো সুর, তাসের ঘর, আনন্দ আশ্রম , অমানুষ, চাওয়া-পাওয়া, ভ্রান্তিবিলাস, বন্দি , দেবদাস , ওগো বধূ সুন্দরী ইত্যাদি সিনেমায় হাস্যকৌতুক থেকে সাবলীল চরিত্র অভিনয় থেকে শুরু করে খুব শক্তিশালী সিরিয়াস চরিত্রে অভিনয় করতে দেখা যায় মহানায়ককে। এই সমস্ত সিনেমার মাধ্যমে তিনি অসাধারণ অভিনয়ের প্রমাণ দিয়েছেন। এযাবৎকাল পরও মহানায়ক উত্তম কুমার আজও আমাদের মধ্যে নেই সেই ভাবনাটা নিছকই স্বপ্ন বলে মনে হয়। মনে হয় তুমি সত্যিই আজও আমাদের মধ্যে বিদ্যমান। কারন শিল্পীদের মৃত্যু নেই। শিল্পীদের শিল্পী সত্তাই বর্তমান থাকে শিল্পের মধ্য দিয়ে।

Continue Reading
Advertisement

Daily News2 years ago

উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল

Daily News2 years ago

ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঐতিহাসিক কর্মীসভা

Daily News2 years ago

আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রে হঠাৎ করেই জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়

Daily News2 years ago

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এক মানসিক ভারসাম্যহীন যুবক ll

Daily News2 years ago

বাড়ির বাইরে খেলা করার সময় স্করপিও’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১১ মাসের এক শিশুর l

Daily News2 years ago

বিয়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোনের,আহত ১৫ জন

Daily News2 years ago

হেরিটেজ সপ্তাহ পালন ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের নিউ প্যালেসে।

Daily News2 years ago

শিশু নির্যাতন বিষয়ে আলোচনা সাংবাদিক সংঘে

Daily News2 years ago

আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের ডোমকলে।

Daily News2 years ago

মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ

Aboard4 years ago

অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বিড়ির পাতা, বড় সমস্যার সম্মুখীনের সম্ভাবনা

Daily News3 years ago

লাভ,সেক্স ওর ধোঁকা!স্ত্রীর মর্যাদা চেয়ে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় অন্তঃসত্ত্বা প্রেমিকা ll

Daily News3 years ago

ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করেই কোটি টাকার মালিক, কন্যাশ্রী প্রকল্পেও চলছে কাটমানি

Daily News3 years ago

ফরাক্কা বল্লালপুরে পণ্যবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মৃত ১,গুরুতর জখম আরও ১

Daily News3 years ago

ফারাক্কার কেদারনাথ ব্রিজের রলার বেয়ারিং ভেঙে বসে যাওয়ায় বন্ধ ভারী যান চলাচল ll

Daily News3 years ago

খুন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার তিন অভিযুক্ত,খুশি মৃতের পরিবার ll

Daily News2 years ago

খুন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ভাই

Daily News3 years ago

নবগ্রামে পলসন্ডায় পথ দুর্ঘটনায় মৃত্যু সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর স্কুলের শিক্ষক ll

Daily News3 years ago

পারিবারিক বিবাদের জেরে এক যুবকের খুনকে ঘিরে চাঞ্চল্য ফরাক্কার শিবনগরে ll

Daily News3 years ago

হরিয়ানা থেকে গ্রেপ্তার ফরাক্কার নাবালিকা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ll

Trending

error: Content is protected !!