আইবিএম একটা সুপার কম্পিউটার যেটা কিনা প্রশ্ন উত্তরের জন্য কাজে লাগে। আইবিএম কোম্পানি ওয়াটসনকে 2007 সালে উন্নত করে উন্নত তথ্যপ্রযুক্তির সাহায্যে। এই স্মার্ট কম্পিউটার সিস্টেম আমাদের দেওয়া প্রশ্নগুলোকে অতীব সুন্দর এবং বেস্ট পদ্ধতিতে উত্তর দেবার চেষ্টা করে। আইবিএম ওয়াটসন কগনিটিভ কমপিউটিং কেন্দ্রীক। এবার প্রশ্ন হল কগনিটিভ কমপিউটিং কি? এই প্রসেসিংয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও অন্যান্য মাধ্যম ব্যাবহার করা হয়। যেখানে মানুষের জীবনযাত্রার চিন্তাভাবনাকে কাছাকাছি সমান্তরাল করা যায়। 2011 সালে ওয়াটসন অন জিও পার্টি’ নামে একটি টেলিভিশন শো তে অংশগ্রহণ করেছিলেন। সেখানে প্রশ্ন-উত্তর কুইজ শো হয়। আর এই টেলিভিশন শো থেকে তিনি জিতে নেন এক মিলিয়ন ডলার। মানুষের জীবনে যখন বাস্তব সমস্যা আসে তখন মানুষ প্রথমে পরিলক্ষিত করে, অতীতের অভিজ্ঞতা গুলো কে লক্ষ্য করেন এবং তারপর একটা সামঞ্জস্যপূর্ণ সমীকরণ করে সিদ্ধান্ত নেয়। ওয়াটসনকে অতিরিক্ত তথ্যের সংরক্ষণ ও বলা যায়। সাধারণত অসংগঠিত তথ্য এখানে সংরক্ষিত থাকে। কারণ 80% তথ্য ইন্টারনেট অসংগঠিত অবস্থায় থাকে। যেমন, এনসাইক্লোপিডিয়া পেজেস, নিউজ, আর্টিকেলস ব্লগ টুইটস এই ধরনের কিছু জিনিস ওয়াটসন মুখোমুখি করে। এই হোয়াটসন যদি কিছু প্রশ্ন করা হয় তাহলে হোয়াটসন সর্বপ্রথম ফাইলগুলোকে চেক করে তারপর সেখান থেকে উওর বের করে। কিন্তু প্রশ্ন হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তর হওয়ায় দরুন এক্ষেত্রে সে প্রশ্নের স্কোর প্রক্রিয়াকরণ চালু করে। এক্ষেত্রে যে প্রশ্নের স্কোর যত বেশি থাকে সেই উত্তরটাকে কপি করে সহজেই এবং প্রমাণ সমেত। এই কাজের জন্য আমরা যদি হোয়াটসনকে পরিলক্ষিত হয় করি তাহলে দেখতে পাবো যে এই প্রসেসিং এপ্লাই হয় সবচেয়ে বেশি হেলথকেয়ার এর ক্ষেত্রে।
এটাকে যদি আমরা বইয়ের ভাষায় পরিলক্ষিত করি তাহলে দেখতে পাবো যে, জ্ঞানীয় কম্পিউটিংয়ের লক্ষ্য হল একটি কম্পিউটারাইজড মডেলে মানুষের চিন্তা প্রক্রিয়াকে অনুকরণ করা। সেলফ লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে যা ডেটা মাইনিং ব্যবহার করে। প্যাটার্ন স্বীকৃতি এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ। কম্পিউটার মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করে তা নকল করতে পারে। আইবিএম 1911 সালে শুরু হয়েছিল, এটি “কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি” নামে পরিচিত ছিল। এটি চার্লস ফ্লিন্ট নামে একজন ব্যক্তি স্থাপন করেছিলেন। তখন কম্পিউটার ছিল না, তাই আইবিএম অন্যান্য মেশিন তৈরি করেছিল, যেমন টাইপরাইটার। 1924 সালে, কোম্পানি তার নাম পরিবর্তন করে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) করে। 1937 সালে, কোম্পানির ট্যাবুলেটিং মেশিনগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার আমেরিকানদের সম্পর্কে তথ্য রেকর্ড করার জন্য ব্যবহার করেছিল, যাতে তারা সামাজিক নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন তৈরি করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আইবিএম আমেরিকান সেনাবাহিনীর জন্য বন্দুক তৈরি করেছিল। 1960 এবং 1970 এর দশকে IBM মেইনফ্রেম কম্পিউটার বাজারে আধিপত্য বিস্তার করে। আমেরিকান মহাকাশ গবেষণার জন্য আইবিএম কম্পিউটার ব্যবহার করা হয়েছিল। 1980 এর দশক থেকে 1981 সালে শুরু হয়ে 2005 পর্যন্ত, আইবিএম ব্যক্তিগত কম্পিউটার তৈরি করেছিল। ২০০৫ সালে, আইবিএম তাদের ব্যক্তিগত কম্পিউটার উৎপাদন লেনোভো নামে একটি চীনা কোম্পানির কাছে বিক্রি করে। আজ, আইবিএম বেশিরভাগ সফ্টওয়্যার, এবং কিছু শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করে।
কলকাতা: বিশ্বজিৎ সাহা, কলকাতা: উষ্ণ সরস্বতী পুজো দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কার্যত শীত উধাও। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। জানুয়ারি মাসে আর ফিরছে না শীতের আমেজ। আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। সরস্বতী পুজোর সময়ই কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। কলকাতা ও তার আশপাশের এলাকার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গেসঙ্গে পরিষ্কার হবে আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গে আরও ২৪ ঘণ্টা একই রকম তাপমাত্রা থাকলেও তারপর থেকে কিছুটা তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী কয়েক দিনে।
অর্থাৎ স্বাভাবিকের উপরে উঠবে উত্তরবঙ্গের তাপমাত্রাও। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা সম্ভাবনা। সপ্তাহের শেষ দিকে পার্বত্য এলাকার আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় এবং সিকিমে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে হালকা কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশ। দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার দাপট উত্তর-পশ্চিম ভারতে চলছে। এই পশ্চিমী ঝঞ্ঝায় আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ ধীরগতিতে পূর্ব ভারতের দিকে এগোবে। এর পিছনেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। আগামী ২৭ জানুয়ারি শুক্রবার সেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে।
ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে জলঙ্গির কাঁটাবাড়ি অঞ্চলে, জলঙ্গি বিধানসভার তৃণমূল তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের ডাকে ঐতিহাসিক কর্মীসভা। আজকের এই কর্মী সভা থেকে তৃণমূল নেতৃত্বদের সাধারণ মানুষের থাকার কথা বলেন বিধায়ক আব্দুর রাজ্জাক । এবং সুবিধাবাদী নেতৃত্বদের ঝেঁটিয়ে বিদায় করার কথা বলেন বলেন তিনি। এদিনের এই সভা থেকে তিনি সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেন ।
পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথে বুথে সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করতে নির্দেশ দেন তিনি। আজকের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জলঙ্গি উত্তর ব্লক সহ সভাপতি গৌতম প্রামাণিক, যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন কাঁটাবাড়ি বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এছাড়াও দলের সংগঠন নিয়েও আলোচনা হয়। আজকের এই সভায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এর ভিড় ছিল চোখে পড়ার মতো।
সুতি: সুতি থানার আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রের উপর হঠাৎ করেই বিজ্রের জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়, তড়িঘড়ি ছুটে আসে NH কতৃপক্ষ, শুরু হয় রিপেয়ারিং এর কাজ, যদিও যান চলাচল সচল রাখতে খোলা রয়েছে আপর লেন, পর পর ৩ দিন চলবে বিজ্র রক্ষণাবেক্ষণের কাজ,
ফলে বন্ধ করে দেওয়া হবে পুরোপুরি ভাবে একটি লেন, সকাল থেকেই রয়েছে ৩৪ নং জাতীয় সড়ক দায়িত্বে থাকা একাধিক কর্মীরা,, রয়েছে পুলিশ প্রশাসন,