নদীয়া: মান্নাদের কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই! তবে মইদুল ডিসুজা না থাকলেও পরিবেশ খানিকটা একই আছে কফি হাউজে। কিন্তু বাংলার চায়ের দোকান গুলি? তার পরিবেশ নিশ্চয়ই আপনাদের বোঝাতে হবেনা। চায়ের দোকান মানেই অপ্রাসঙ্গিক বিষয়, কটুক্তি কুকথা পরনিন্দা পরচর্চা জায়গা! কিন্তু আজ এমন একটি চায়ের দোকানে আপনাদের নিয়ে যাবো, যেখানে আপনি ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটের অনেকটাই জানতে পারবেন! ছোটোদেরও নিয়ে আসুন! না….. না…… কথা দিচ্ছি বখাটে তৈরি হবে না, অশ্রাব্য গালিগালাজ শিখবে না, বরং দেশবরেণ্য দের সম্পর্কে জ্ঞানের পরিধি বাড়বে। ভাবছেন ! এও আবার সম্ভব নাকি? তাহলে চলুন ঘুরে আসি নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া স্টেশনে গিরিধর বিশ্বাসের ব্যতিক্রমী চায়ের দোকানে। এই চায়ের দোকানে চা খেতে আসলে অনেক অজানা তথ্য জানা যাবে ।যেমন স্বাধীন ভারত বর্ষে 1947 সাল থেকে 2021 পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী ও রেল মন্ত্রীদের কার্য কালের সময় ও নাম পাওয়া যাবে । তেমনি পাওয়া যায় কুইজ প্রতিযোগিতা । অনেকেরই বাঁধানো ছবি এই দোকানে যথাযোগ্য সম্মানের স্থান পেয়েছে । আর গোটা চায়ের দোকানটা যেনো রাজনৈতিক অভিধান । সেখানে আধুনিক সিরিয়ালের কুটকাচালি পারিবারিক কোন্দল দেখানোর টিভি নেই ঠিকই। কিন্তু গিরিবাবু ব্যতিক্রমী নানান রকম পত্রপত্রিকা দৈনিক সংবাদপত্র খরিদ্দারের সুস্থ স্বাভাবিক মানসিকতা গড়ে তোলার জন্য তার আয়োজনের সমাহারে ভাটা পড়েনি কখনো। শুধু তাই নয় প্রত্যেক মনীষীর জন্ম মৃত্যু দিন তিনি পালন করে থাকেন 5 টাকায় বিক্রি করা চায়ের লভ্যাংশ থেকে। ব্যবসায়িক স্বার্থে কঠোরভাবে ধূমপান নিষিদ্ধ লেখা না থাকলেও, দোকানের মধ্যে কখনোই নয়। তিনি বলেন অনেক ছাত্র ছাত্রী , চাকরিজীবী , শিক্ষক ছাড়া সব ধরণের মানুষ আসেন আমার চায়ের দোকানে যারা আসেন তারা ছোট্ট দোকান থেকে কিছুনা কিছু শিক্ষা নিয়ে যান ।সবাই এই কাজের ভুয়সী প্রশংসা করেন ।এখন প্রশ্ন কে এই গিরিবাবু? গ্রামের বাড়িতে বাস করতেন, মোটামুটি স্বচ্ছল পরিবারে। ব্যাস হঠাৎ একদিন ডাকাতি হয়ে গেল বাড়িতে ।
প্রচন্ড মারধোর করে সর্বোস্ব নিয়ে যায় ডাকাতরা ।ফলে মারাত্মক যখম অবস্থায় ভর্তি হন কলকাতার নীলরতন মেডিকেল হসপিটালে । ডাকাতির ফলে পরিবার হয়ে যায় নিঃস্ব । আর ছোট বেলা থেকেই গিরি বাবুর চায়ের নেশা ছিলো। এইঅসুস্থ অবস্থায় কলকাতায় পয়সার অভাবে এক দিন কোন দোকানদার চা খেতে দেয়নি তাকে। সেই দিনের সেই ঘটনার পর তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন আমি সুস্থ হয়ে একটা আদর্শ চায়ের দোকান গড়ে তুলবো।আজ চায়ের দোকানে 23 বছরে পড়লো । যেসমস্ত ভিখারী ,গরিব ও অসহায় মানুষ পয়সার অভাবে চা কিনতে পারে না তাদের কে আমি বিনাপয়সায় চা খাওয়াই ।আজ মাজদিয়া স্টেশন আলোকিত করে রয়েছে গিরি বাবুর চায়ের দোকান । এমনকি করোনা আবহে তখন চায়ের দোকান বন্ধ ছিল তখনও গিরি বাবু বাড়ি থেকে চানিয়ে এসে অসহায় মানুষ দের খায়িযেছেন নীজের জীবনের সেই কথা ভেবে ।আর কথা বলতে গিয়ে চোখ বেয়ে পরে জল ।আজ সেদিনের চাখেতে না পাওয়া গিরি বাবু তার দোকানে সারা ভারতকে হাজির করেছেন। তাইতো ছাত্র ছাত্রীরা এই চায়ের দোকান দেখতে উৎসুক হয়ে খাতায় নোট করে নিয়ে যায় সংগৃহীত বিভিন্ন তথ্য ,যা ওদের কাজে লাগে ।গিরিবাবু বলেন অনেক কষ্ট করে মনীষীদের ও মন্ত্রীদের ছবি আমার চায়ের দোকানে লাগাতে পেরে আমি মানসিক ভাবে খুশি ।গিরি বাবুর এই উদ্যোগ কে সকলেই স্বাগত জানান । আমাদের সংবাদমাধ্যমের পক্ষ থেকে গিরি বাবুর এই উদ্যোগ কে কুর্নিশ জানাই।
কলকাতা: বিশ্বজিৎ সাহা, কলকাতা: উষ্ণ সরস্বতী পুজো দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কার্যত শীত উধাও। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। জানুয়ারি মাসে আর ফিরছে না শীতের আমেজ। আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। সরস্বতী পুজোর সময়ই কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। কলকাতা ও তার আশপাশের এলাকার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গেসঙ্গে পরিষ্কার হবে আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গে আরও ২৪ ঘণ্টা একই রকম তাপমাত্রা থাকলেও তারপর থেকে কিছুটা তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী কয়েক দিনে।
অর্থাৎ স্বাভাবিকের উপরে উঠবে উত্তরবঙ্গের তাপমাত্রাও। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা সম্ভাবনা। সপ্তাহের শেষ দিকে পার্বত্য এলাকার আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় এবং সিকিমে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে হালকা কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশ। দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার দাপট উত্তর-পশ্চিম ভারতে চলছে। এই পশ্চিমী ঝঞ্ঝায় আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ ধীরগতিতে পূর্ব ভারতের দিকে এগোবে। এর পিছনেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। আগামী ২৭ জানুয়ারি শুক্রবার সেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে।
ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে জলঙ্গির কাঁটাবাড়ি অঞ্চলে, জলঙ্গি বিধানসভার তৃণমূল তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের ডাকে ঐতিহাসিক কর্মীসভা। আজকের এই কর্মী সভা থেকে তৃণমূল নেতৃত্বদের সাধারণ মানুষের থাকার কথা বলেন বিধায়ক আব্দুর রাজ্জাক । এবং সুবিধাবাদী নেতৃত্বদের ঝেঁটিয়ে বিদায় করার কথা বলেন বলেন তিনি। এদিনের এই সভা থেকে তিনি সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেন ।
পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথে বুথে সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করতে নির্দেশ দেন তিনি। আজকের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জলঙ্গি উত্তর ব্লক সহ সভাপতি গৌতম প্রামাণিক, যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন কাঁটাবাড়ি বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এছাড়াও দলের সংগঠন নিয়েও আলোচনা হয়। আজকের এই সভায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এর ভিড় ছিল চোখে পড়ার মতো।
সুতি: সুতি থানার আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রের উপর হঠাৎ করেই বিজ্রের জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়, তড়িঘড়ি ছুটে আসে NH কতৃপক্ষ, শুরু হয় রিপেয়ারিং এর কাজ, যদিও যান চলাচল সচল রাখতে খোলা রয়েছে আপর লেন, পর পর ৩ দিন চলবে বিজ্র রক্ষণাবেক্ষণের কাজ,
ফলে বন্ধ করে দেওয়া হবে পুরোপুরি ভাবে একটি লেন, সকাল থেকেই রয়েছে ৩৪ নং জাতীয় সড়ক দায়িত্বে থাকা একাধিক কর্মীরা,, রয়েছে পুলিশ প্রশাসন,