মালদা, ২৬ মে । করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন অমান্য করে গৌড় মালদা স্টেশনের রেক পয়েন্ট থেকে দেদার ভাবে লরি বোঝাই করে সিমেন্ট সরবরাহ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যবসায়ী সংগঠনের কয়েকজন বড় মাথা জড়িত রয়েছে বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছেন তৃণমূলের ইংরেজবাজারের টাউন সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি। লকডাউন পরিস্থিতিতে ওই রেক পয়েন্ট থেকে শুধুমাত্র কেন সিমেন্ট বোঝাই লরি চলাচল করছে সে ব্যাপারেও প্রশাসনকে জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথবাবু। যদিও এ প্রসঙ্গে প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
মালদা টাউন স্টেশন সংলগ্ন রেক পয়েন্ট থেকেই মূলত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী লরি বোঝাই করে জেলা তথা জেলার বাইরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকে। কিন্তু লকডাউন পরিস্থিতিতে আপাতত ওই এলাকায় রেক পয়েন্ট বন্ধ রাখা হয়েছে। সেই সুযোগেই কোভিড বিধি লংঘন করে ইংরেজবাজার থানার সুস্থানি মোড় সংলগ্ন গৌড় মালদা স্টেশনের রেক পয়েন্টে মালগাড়ি থেকেই শুধুমাত্র সিমেন্ট লোডিং করা হচ্ছে বিভিন্ন লরিগুলিতে বলে অভিযোগ। এরপরে সেগুলি শহরের বিভিন্ন গোডাউনে চলে যাচ্ছে। এক্ষেত্রে ব্যবসায়ী মহলের কয়েকজন বড় মাথা জড়িত রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এমনকি গত মঙ্গলবার পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকায় সিমেন্ট বোঝাই একটি লরি আটক করে ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং একাংশ লরির মালিক ও ব্যবসায়ীরা। সেখানে লরি চালক এবং মালিক মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদকের স্বাক্ষর করে দেওয়া একটি চিঠির অনুমতি দেখিয়ে সিমেন্ট সরবরাহ করার বিষয়টি জানান। আর এতে ক্ষিপ্ত হয়ে উঠেছে জেলার কিছু ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, লকডাউনের সময় সবাই নিজেদের ব্যবসা বন্ধ রেখেছে। কারো পোশাকের দোকান, কারোর গহনার দোকান সবই বন্ধ রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের কয়েকজন বড় মাথা দেদার ভাবে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। লকডাউনের মধ্যে কোথাও সিমেন্ট সরবরাহ করার অনুমতি নেই। সেক্ষেত্রে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের অনুমতি পত্র কিভাবে ব্যবহার করে কেউ কেউ ব্যবসা করছে, তা নিয়েও বিস্তর অভিযোগ উঠেছে।
এদিকে গৌড় মালদা স্টেশনে সিন্ডিকেট রাজের মাধ্যমেই চলছে লরি বোঝায় সিমেন্ট সরবরাহের কাজ বলেও অভিযোগ উঠেছে। এক্ষেত্রেও জেলার ব্যবসায়ীদের কয়েকজন বড় মাথাও যুক্ত রয়েছে বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে ক্ষিপ্ত ব্যবসায়ী থেকে জেলার তৃণমূলের একাংশ।
ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি ফোনে বলেন , লকডাউনের মধ্যে আমার এলাকার মালদা টাউন স্টেশনের রেক পয়েন্টের লরি চলাচল করছিল। সেটা কোনোভাবেই আমরা মেনে নেই নি। রেলের মার্চেন্ট কমিটিকে বলে সেটি বন্ধ করা হয়েছে। আর এই সুযোগেই এখন সুস্থানি মোড় সংলগ্ন গৌড় মালদা স্টেশনে রেক পয়েন্ট লাগিয়েই সেখানকার মালগাড়ি থেকেই লরি বোঝাই করে সিমেন্ট শহরের বিভিন্ন এলাকায় রপ্তানি করা হচ্ছে। এদিকে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে কাউকে কোন রকম অনুমতি দেওয়া হয় নি। এখন কে কোথায় কী ধরনের সামগ্রী সরবরাহ করছে তা বলতে পারব না।
কলকাতা: বিশ্বজিৎ সাহা, কলকাতা: উষ্ণ সরস্বতী পুজো দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কার্যত শীত উধাও। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। জানুয়ারি মাসে আর ফিরছে না শীতের আমেজ। আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। সরস্বতী পুজোর সময়ই কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। কলকাতা ও তার আশপাশের এলাকার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গেসঙ্গে পরিষ্কার হবে আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গে আরও ২৪ ঘণ্টা একই রকম তাপমাত্রা থাকলেও তারপর থেকে কিছুটা তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী কয়েক দিনে।
অর্থাৎ স্বাভাবিকের উপরে উঠবে উত্তরবঙ্গের তাপমাত্রাও। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা সম্ভাবনা। সপ্তাহের শেষ দিকে পার্বত্য এলাকার আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় এবং সিকিমে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে হালকা কুয়াশা। দিনভর পরিষ্কার আকাশ। দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার দাপট উত্তর-পশ্চিম ভারতে চলছে। এই পশ্চিমী ঝঞ্ঝায় আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি ক্রমশ ধীরগতিতে পূর্ব ভারতের দিকে এগোবে। এর পিছনেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। আগামী ২৭ জানুয়ারি শুক্রবার সেই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢোকার সম্ভাবনা রয়েছে।
ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে জলঙ্গির কাঁটাবাড়ি অঞ্চলে, জলঙ্গি বিধানসভার তৃণমূল তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের ডাকে ঐতিহাসিক কর্মীসভা। আজকের এই কর্মী সভা থেকে তৃণমূল নেতৃত্বদের সাধারণ মানুষের থাকার কথা বলেন বিধায়ক আব্দুর রাজ্জাক । এবং সুবিধাবাদী নেতৃত্বদের ঝেঁটিয়ে বিদায় করার কথা বলেন বলেন তিনি। এদিনের এই সভা থেকে তিনি সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেন ।
পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথে বুথে সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করতে নির্দেশ দেন তিনি। আজকের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জলঙ্গি উত্তর ব্লক সহ সভাপতি গৌতম প্রামাণিক, যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন কাঁটাবাড়ি বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এছাড়াও দলের সংগঠন নিয়েও আলোচনা হয়। আজকের এই সভায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এর ভিড় ছিল চোখে পড়ার মতো।
সুতি: সুতি থানার আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রের উপর হঠাৎ করেই বিজ্রের জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়, তড়িঘড়ি ছুটে আসে NH কতৃপক্ষ, শুরু হয় রিপেয়ারিং এর কাজ, যদিও যান চলাচল সচল রাখতে খোলা রয়েছে আপর লেন, পর পর ৩ দিন চলবে বিজ্র রক্ষণাবেক্ষণের কাজ,
ফলে বন্ধ করে দেওয়া হবে পুরোপুরি ভাবে একটি লেন, সকাল থেকেই রয়েছে ৩৪ নং জাতীয় সড়ক দায়িত্বে থাকা একাধিক কর্মীরা,, রয়েছে পুলিশ প্রশাসন,