Connect with us
Latest News

Social Work

ক্যান্সার আক্রান্ত যুবকের হাতে তুলে দেওয়া হল আর্থিক সহযোগিতা, পরিবারের পাশে দাঁড়ালো ZAYN tv ll

Published

on

সামসেরগঞ্জ: একটি পরিবারে যখন একটি সন্তান জন্মায় তখন সেই সন্তানকে ঘিরে পরিবারের প্রচুর আশা-আকাঙ্ক্ষা স্বপ্ন থাকে,সেই সন্তানকে বড় করে ডাক্তার,মাস্টার বা ইঞ্জিনিয়ার গড়ে তোলার,অথবা এক কথায় বলা যেতে পারে মানুষের মতো মানুষ গড়ে তুলতে চাই পরিবার।তবে বেশ কিছু সময় কিছু দুরারোগ্য ব্যাধি সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায়।ঠিক এমনই একটি চিত্র এমনই একটি পরিবারের কথা আমরা তুলে ধরেছিলাম আমাদের এক প্রতিবেদনে। আমরা পৌঁছে গিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পৌরসভার তারবাগান নতুন বস্তি এলাকায়।একটি অসহায় পরিবার,আর সেই পরিবারে রয়েছে এক অসহায় মা এবং তার দুই সন্তান। দুই সন্তানের মধ্যে ছোট সন্তান বছর চব্বিশের আহমেদ আনসারী দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত।দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রির কাজ করে সংসারের ঘানি টেনেছিলেন আহমেদ আনসারী,তবে বেশ কিছুদিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় কাজ করার ক্ষমতা হারিয়েছিলেন তিনি, একদিকে যেমন সংসার টানাপোড়েন অন্যদিকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, দুয়ের চাপে জীবনযাপন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তার।

এই প্রতিবেদন সমপ্রচারিত হওয়ার পর আমাদের মাথায় আসে এই পরিবারকে আর্থিক সহযোগিতার কথা।যেমন ভাবনা তেমন কাজ। আর্থিক সহযোগিতা নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম এই পরিবারের কাছে,পরিবারের হাতে তুলে দিয়েছিলাম ২০ হাজার টাকা আর্থিক অনুদান।তবে আমাদের এই সহযোগিতার পেছনে বেশ কিছু মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে রয়েছেন মরহুম রুমসাদ আলি বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে সহযোগিতা, হিজল তলা নিবাসী মুনতান শেখ, সমাজসেবী আকিব জাভেদ, সমাজসেবী মোঃ বাসিরুদ্দিন শেখ, সমাজসেবী শেফাউল হক,আমরুন্নেসা মহাশয়া,ননী গোপাল দাস ও সুধারানী ভাস্করের স্মৃতিতে সহযোগিতা এবং এলআইসি এজেন্ট বিয়ন আলি।এভাবেই আবারও একবার গরীব দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ছিলাম আমরা এবং বিনিময়ে নিয়ে এসেছিলাম অফুরন্ত ভালোবাসা আর শুভকামনা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Work

দৃষ্টিহীন পরিবারকে আর্থিক সহযোগিতা করতে জেলার গণ্ডি পেরিয়ে সুদূর ইসলামপুরে ZAYN tv

Published

on

By

মালদা: দেখো রে নয়ন মেলে জগতের বাহার, অর্থাৎ আমাদের এই সুন্দর পৃথিবীর সৌন্দর্যতা আমরা প্রত্যক্ষ উপলব্ধি করি আমাদের এই দু চোখ দিয়ে। আমাদের চারিপাশের মাঠ, ঘাট, পাহাড়, পর্বত, নদী, নালা অথবা আমাদের প্রিয়জনদের আমরা প্রাণ ভরে দেখি আমাদের এই দু চোখ দিয়েই। কিন্তু যাদের সেই সৌভাগ্য থাকেনা তাদের জীবনটা ঠিক কতটা অন্ধকার, তাদের জীবনের লড়াইটা ঠিক কতটা কষ্টকর হতে পারে সেই রকম একটি চিত্র আমরা তুলে ধরেছিলাম আমাদের একটি প্রতিবেদনে। মালদা জেলার রতুয়া 2 নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলের ইসলামপুর গ্রামে রয়েছে একটি দিনমজুরের পরিবার, যে পরিবারে রয়েছে একই সাথে পাঁচজন দৃষ্টিহীন মানুষ। পরিবারের কর্তা আমজাদ আলী একজন দিনমজুর, তবে বার্ধক্যজনিত কারণে তিনি বেশ কয়েক বছর আগেই নিয়েছেন কর্মবিরতি।পরিবারের কর্তার বড় ছেলে এবং এক মেয়ে দৃষ্টিহীন, আবার সেই বড় ছেলের তিন ছেলেমেয়েও দৃষ্টিহীন।পাঁচজন দৃষ্টিহীন মানুষ এবং বাকি সদস্যদের নিয়ে ভিক্ষাবৃত্তি করে চলছে এই অসহায় পরিবারটি। তাদের এই বেদনাদায়ক পরিস্থিতির কথা আমাদের প্রতিবেদনে সম্প্রচারিত হওয়ার পর আমাদের চিন্তা ভাবনায় আসে এই পরিবারের পাশে আমরা যথাসম্ভব সহযোগিতা নিয়ে দাঁড়াবো।

আর ঠিক সেই মতই ৫০ হাজার টাকা আর্থিক অনুদান নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই পরিবারের কাছে। তবে সেই যাত্রায় বেশকিছু সমাজসেবী মানুষ তাদের আর্থিক সহযোগিতা নিয়ে আমাদের পাশে থেকেছেন। তাদের মধ্যে রয়েছেন, মরহুম রুমসাদ আলি বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে অনুদান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেনাউল শেখ, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মোহাম্মদ বাসির শেখ, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আকিব জাভেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল আজিজ, বিশিষ্ট শিল্পপতি মুনতান শেখ, বিশিষ্ট ব্যবসায়ী শেফাউল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মালিক, বিশিষ্ট ব্যবসায়ী শুকুরদি শেখ, এলআইসি এজেন্ট বিয়ন আলী এবং সমাজসেবী আমরুন নেশা।এভাবেই জেলার গণ্ডি পেরিয়ে আমরা আমাদের আর্থিক সহযোগিতা নিয়ে পৌছে গিয়েছিলাম সুদূর ইসলামপুরে,এবং এই আর্থিক অনুদান পরিবারের হাতে তুলে দিয়ে আমরা কুড়িয়ে নিয়ে এসেছিলাম ওই পরিবারের দোয়া আশীর্বাদ, যা আমাদের কাছে পরম পাওয়া, এবং একটা অন্যরকম অনুভূতি।এই ভাবেই আমাদের সফলতার মুকুটে জুড়ে গেছে আরও একটি পালক।

Continue Reading

Social Work

ব্লাড ক্যান্সারে আক্রান্ত নবম শ্রেণীর সবিতা,আর্থিক সহযোগিতার আশায় পরিবার ll

Published

on

By

ফারাক্কা: একটি পরিবারে একটি সন্তান জন্মানোর পর সেই সন্তানকে ঘিরে পরিবারের বহু আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন থাকে। তবে অনেক সময় সেইসব স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় কিছু দুরারোগ্য ব্যাধি।সেই রকম একটি চিত্রের দেখা মিলেছে মুর্শিদাবাদের ফারাক্কার শংকরপুর গ্রামে।গ্রামের একটি দিনমজুর পরিবারের কর্তা সাদিকুল আলামের পাঁচ ছেলে মেয়ে। দিনমজুরি করে আর বিড়ি বেঁধে খুব কষ্টে জীবনযাপন করছেন সাদেকুল আলামের পরিবার।তার ওপর আবার সাদেকুল আলামের বড় মেয়ে নবম শ্রেণীর ছাত্রী সবিতা খাতুন দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এক কথায় গোদের ওপর বিষফোঁড়ার মত অবস্থা এই পরিবারের। প্রথমদিকে বহু কষ্ট করে হলেও যথাসম্ভব মেয়ের চিকিৎসা করিয়েছেন পরিবার।

তবে এখন আর কোন মতেই চিকিৎসা করাতে পারছেন না মেয়ের, বাধ্য হয়েই সাহায্যের জন্য ঘুরে বেড়াতে হচ্ছে এই দুয়ার থেকে সেই দুয়ার। তাদের এই দুঃখময় জীবন আর কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার কথা আমরা আমাদের প্রতিবেদনে তুলে ধরেছিলাম। আর ঠিক তার পরেই আমাদের মাথায় আসে যথাসম্ভব সাহায্য নিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর।ঠিক যেমন ভাবনা তেমন কাজ।ZAYN TV – র পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম সেই পরিবারের প্রতি। হয়তো সেই সহযোগিতা খুব সামান্য ছিল তাদের প্রয়োজনের তুলনায়। কিন্তু আমরা অঙ্গীকার করেছিলাম সদা সর্বদায় গরীব দুস্থ মানুষের পাশে দাঁড়াবো। আর ঠিক সেই মতই আমরা পৌঁছে গিয়েছিলেন এই গরিব পরিবারের দুয়ারে।

Continue Reading

Social Work

সামশেরগঞ্জের ধুলিয়ানে বার্ধক্য জয়ী দম্পতির সাথে কাটানো কিছু বিশেষ মুহূর্ত ll

Published

on

By

সামশেরগঞ্জ: গত দুদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সেরাজুল নাদাবের বাড়িতে । সেরাজুল নাদাবের বয়স ১০৯ বছর দীর্ঘদিন ধরে ডিম বিক্রি করে সংসার চালিয়েছেন। আর তার এই জীবন সংগ্রামে যিনি সর্বদা তার পাশে থেকেছেন তিনি হলেন তার স্ত্রী সোনাভান, তার বয়স ১০৭বছর । এর আগে আমরা আমাদের একটি প্রতিবেদনে তুলে ধরেছিলাম এই বৃদ্ধ দম্পতির কথা। আর আজকে আমাদের সাথে রয়েছেন সেই দুইজন দম্পতি । বার্ধক্যের জেরে দীর্ঘদিন আগেই কাজ ছেড়েছেন সেরাজুল বাবু।

স্বামী স্ত্রীর অভাবের সংসার। প্রতিবেদনের দরুন এই সমস্ত বিষয় নজরে আসে আমাদের। এর পরেই এই দম্পতির জন্য সামান্য কিছু হলেও কিছু করার কথা মাথায় আসে আমাদের। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। মরহুম মোঃ রুমসাদ আলী বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে ZAYN TV এর তরফ এ আজ আমরা কিছু শীতবস্ত্র তুলে দিব তাদের হাতে। উপহার তুলে দিয়ে প্রচার করা আমাদের কাজ নয় সামান্য কিছু উপহার দিয়ে হলেও তাদের মুখে হাসি ফোটানোই আমাদের কাজ। কারণ ZAYN tv মানেই যে সব জনের সব মনের।

Continue Reading
Advertisement

Daily News2 years ago

উষ্ণ সরস্বতী পুজো, হঠাৎ উধাও শীতের আমেজ! আবহাওয়ার বিরাট খবর, বড় বদল

Daily News2 years ago

ডিজেল , পেট্রোল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঐতিহাসিক কর্মীসভা

Daily News2 years ago

আহিরণ ভগবতী হরিদ্রাসি বিজ্রে হঠাৎ করেই জয়েন্টের ক্লাম খুলে যায়, ফাটল দেখা যায় জয়েন্টের রাস্তায়

Daily News2 years ago

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এক মানসিক ভারসাম্যহীন যুবক ll

Daily News2 years ago

বাড়ির বাইরে খেলা করার সময় স্করপিও’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১১ মাসের এক শিশুর l

Daily News2 years ago

বিয়ে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই ও বোনের,আহত ১৫ জন

Daily News2 years ago

হেরিটেজ সপ্তাহ পালন ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের নিউ প্যালেসে।

Daily News2 years ago

শিশু নির্যাতন বিষয়ে আলোচনা সাংবাদিক সংঘে

Daily News2 years ago

আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের ডোমকলে।

Daily News2 years ago

মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ

Aboard3 years ago

অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বিড়ির পাতা, বড় সমস্যার সম্মুখীনের সম্ভাবনা

Daily News2 years ago

ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করেই কোটি টাকার মালিক, কন্যাশ্রী প্রকল্পেও চলছে কাটমানি

Daily News3 years ago

লাভ,সেক্স ওর ধোঁকা!স্ত্রীর মর্যাদা চেয়ে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় অন্তঃসত্ত্বা প্রেমিকা ll

Daily News2 years ago

ফরাক্কা বল্লালপুরে পণ্যবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মৃত ১,গুরুতর জখম আরও ১

Daily News3 years ago

ফারাক্কার কেদারনাথ ব্রিজের রলার বেয়ারিং ভেঙে বসে যাওয়ায় বন্ধ ভারী যান চলাচল ll

Daily News3 years ago

খুন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার তিন অভিযুক্ত,খুশি মৃতের পরিবার ll

Daily News2 years ago

খুন হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ভাই

Daily News3 years ago

নবগ্রামে পলসন্ডায় পথ দুর্ঘটনায় মৃত্যু সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর স্কুলের শিক্ষক ll

Daily News3 years ago

পারিবারিক বিবাদের জেরে এক যুবকের খুনকে ঘিরে চাঞ্চল্য ফরাক্কার শিবনগরে ll

Daily News3 years ago

হরিয়ানা থেকে গ্রেপ্তার ফরাক্কার নাবালিকা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ll

Trending

error: Content is protected !!